বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তৃতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করলো বেক্সিমকো ঢাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তৃতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করলো বেক্সিমকো ঢাকা। রবিউল ইসলামের ৫ উইকেট শিকারের দিনে খুলনাকে ২০ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। ঢাকার দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানে গুটিয়ে যায় খুলনা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করে ঢাকা। ১৭ বলে ৩৬ করেন নাঈম শেখ। সাব্বির রহমান ৫৬ আর আল আমিন ফেরেন ৩৬ করে। আকবর আলীর অবদান ৩১ রান। শহীদুল ইসলাম ২ আর মাশরাফী, নাজমুল ও হাসান মাহমুদের শিকার একটি কেরে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে দুই উইকেট হারায় খুলনা। ১ করে জাকির হাসান আর ৮ করে ফেরেন সাকিব। অধিনায়ক মাহমুদউল্লাহর অবদান তেইশ রান। এক প্রান্ত আগলে রেখে লড়াই করলেও, দলকে জয় এনে দিতে পারেননি জহুরুল ইসলাম। সর্বোচ্চ ৫৩ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন রবিউল ইসলাম।



















