বিভিন্ন জেলায় ৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে
- আপডেট সময় : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় ৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
নানা আয়োজনে ময়মনসিংহে ৭২তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য রেলীর আয়োজন করে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা শাখা।
মহামারি জয় করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার সভাপতি শাহজাহান মিয়ার নেতৃত্বে রেলীতে অংশগ্রহণ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনসহ অন্যরা।
‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ এ শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে হিউম্যান রাইট্স ডিফেন্ডারর্স ফোরাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখা।
এদিকে, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে বরিশালে।



















