চলে গেলেন আরেক কিংবদন্তী ফুটবলার পাওলো রসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আরও এক ফুটবল কিংবদন্তী বিদায়। দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন ইতালির ৮২’র বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রসি। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ফরোয়ার্ড।
ইতালিয়ান টেলিভিশন রাই, ভোররাতে তার মৃত্যু খবরটি নিশ্চিত করেছে। চ্যানেলটির ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন রসি। ১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন ইতালিয়ান কিংবদন্তি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন। একই বছর ব্যালন ডি’অর-ও জিতেছিলেন রসি। জুভেন্টাস ও এসি মিলানের হয়ে খেলেছেন ক্লাব ক্যারিয়ারে। তবে আলোচিত তার চার বছরের জুভেন্টাস অধ্যায়। কেননা ওই সময়ে দুই সিরি আ, ইউরোপিয়ান কাপ ও কোপা ইতালিয়া জিতেছিলো তুরিনের দলটি। ক্লাব দলের হয়ে ১৩৪ আর জাতীয় দলের হয়ে ২০ গোল করেছেন পাওলো রসি। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ইতালিতে।