এমপি পাপুলের স্ত্রী-মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

- আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন না দিয়ে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে মামলা দায়েরের আগেই সেলিনাসহ অন্য অভিযুক্তদের হিসেব থেকে মানি লন্ডারিং হয়নি মর্মে সার্টিফিকেট দেয়ায়, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো আরেফিন আহসান মিঞাকে ৪ জানুয়ারী তলব করেছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ আজ এ আদেশ দেন। এসময় দুদকের আইনজীবী শুনানিতে বলেন, সাংসদ হয়ে অর্থ পাচারে জড়িত হয়ে সেলিমা ইসলাম জাতীয় সংসদকে কলঙ্কিত করেছেন। গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষতি আসনের এমপি সেলিনাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।