চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। একই সময় অলিম্পিক মার্শেই’র মুখোমুখি হবে আগেই শেষ ষোল নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি।
। আর বায়ার্নের প্রতিপক্ষ লোকোমোটিভ মস্কো। মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী। তবে, নির্ভার নেই রামোস বাহিনী। কেননা বাজে পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লিগে ভবিষ্যৎ তাদের খাদের কিনারায়। মনশেনগ্লাডবাখের বিপক্ষে এই ম্যাচ হারলেই ছিটকে পড়তে হবে তাদের গ্রুপ পর্ব থেকে। প্রথম লেগে গ্লাডবাখের বিপক্ষে ড্র করা রিয়াল এই ম্যাচে সুবিধা পাবে- খেলাটা আলফ্রেডো স্টেফানোতে হওয়ায়।



















