বিএনপি’র ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিএনপি’র ভাইস-চেয়ারম্যান এবং সাবেক স্বাস্থ্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। বিএনপি’র এই বর্ষীয়ান নেতার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
দুপুর পৌনে ১টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। আর শুক্রবার নিজ জেলা ফরিদপুরে জানাযাশেষে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে। কামাল ইবনে ইউসুফ অবিভক্ত ভারতবর্ষে মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রখ্যাত জমিদার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার বড় সন্তান এবং হাজী শরীয়তুল্লাহর বংশধর ছিলেন। তিনি ফরিদপুর-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্যসহ ১৯৮১ সালে এলজিআরডি প্রতিমন্ত্রী, ১৯৯১ সালে স্বাস্থ্যমন্ত্রী এবং ২০০১ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন।



















