দুই মহাতারকার লড়াইয়ে শেষ হাসি ক্রিশ্চিয়ানো রোনালদোর
- আপডেট সময় : ০১:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুই মহাতারকার লড়াইয়ে শেষ হাসি ক্রিশ্চিয়ানো রোনালদোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জুভেন্টাস।
মেসির ব্যর্থতার দিনে জোড়া পেনাল্টিতেতে শতভাগ সফল সিআরসেভেনের। ম্যাচের ১৩ মিনিটে গোলের শুরুটাও করেছিলেন পর্তুগীজ যুবরাজ। পেনাল্টি থেকে। সাত মিনিট পর, আবারও লিড জুভেন্টাসের। হুয়ান কোয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন ওয়েস্টন ম্যাককিনি। রোনালদোর উজ্জল্যতা ছড়ানোর ম্যাচে অনেকটাই নিষ্প্রভ মেসি। সেই সুযোগে বিরতির পরও চলে রোনালদো শো। ৫২ মিনিটে আবারও পেনাল্টি থেকে জুভি সমর্থকদের উল্লাসে মাতান সিআরসেভেন। তাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চার বছর পর ঘরের মাঠে হারের মুখ দেখলো বার্সেলোনা। এদিজকে, কপাল পুড়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডের। লাইপজিগের কাছে ৩-২ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রেড ডেভিলরা।



















