বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় বক্তারা বলেন, মৌলবাদী গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা তারই প্রমাণ। আওয়ামী লীগ ছাড়া এদেশে মৌলবাদীদের কেউ দমন করতে পারবে না।
কুমিল্লায় সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
একই ইস্যুতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। সন্ধ্যায় শহরের কোর্ট রোড থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী শহর আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন।
এছাড়াও- লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় হেফাজত নেতা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করে তারা।


















