উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ লড়াইয়ের শেষদিনে বড় চমক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ লড়াইয়ের শেষদিনে বড় চমক। মুখোমুখি হবে দুই ফেভারিট বার্সেলোনা-জুভেন্টাস। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুটায় শুরু হবে ম্যাচটি।
এদিকে, একই সময় বার্সা-জুভেন্টাস ছাড়াও এদিন মুখোমুখি হবে লাইপজিগ-ম্যান ইউ, পিএসজি-বাসাকশেহির ও চেলসি-ক্রাসনোদার। বার্সা-জুভেন্টাস দুদলই নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ড। এবার মিশনটা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। শেষবারের দেখায় ২-০ তে জিতেছে বার্সা। তবে, ফুটবলাদের ইনজুরিতে এবার কিছুটা চিন্তিত কাতালান বস। বিপরীতে সুযোগ কাজে লাগাতে মরিয়া জুভেন্টাস কোচ। স্পেন ছেড়ে যাওয়ার পর দুবছর ধরে মেসির সঙ্গে দেখা নেই রোনালদোর। যদিও এখনো এতটুকু কমেনি দুই মহাতারকার দ্বৈরথ। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ৬৪১ গোল লিওনেল মেসির। স্কোরিংয়ে রোনালদোও রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা, ৪৫১ গোল নিয়ে।



















