নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়াভাবে মহাসড়কে চলছে অটোরিকশা,নসিমনসহ তিন চাকার যানবাহন

- আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়াভাবে মহাসড়কে চলছে অটোরিকশা,নসিমন, করিমনসহ তিন চাকার যানবাহন। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এর প্রতিবাদে প্রশাসনের কাছে স্মারকলিপিসহ কয়েকদফা আল্টিমেটাম দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। প্রশাসন বলছে, অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রতিদিনই অভিযান চলছে।
হবিগঞ্জের মাধবপুর থেকে নবীগঞ্জ উপজেলার সঈদপুর পর্যন্ত ৮২ কিলোমিটার মহাসড়কে, অবৈধভাবে চলছে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমনসহ তিন চাকার যানবাহন। হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না কেউ। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ।
পেটের দায়ে মহাসড়কে এ সব যান চালায় বলে জানায় শ্রমিকরা। এসব যান মহাসড়কে বন্ধের দাবিতে স্মারকলিপিসহ কয়েকদফা আল্টিমেটাম দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
তাদের আল্টিমেটামকে গুরুত্ব দিয়ে অভিযান বেগবান করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক। মহাসড়কে নিবন্ধনহীন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ হলে, দুর্ঘটনা কমে যাবে বলে মনে করেন সাধারণ মানুষ।