বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ

- আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো। দোষীদের শাস্তি না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে তারা।
গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলে দূর্বৃত্তরা। এরপর থেকে উত্তাল হয়ে ওঠে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ। দোষীদের শাস্তির দাবিতে প্রতিদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে দেশ, স্বাধীনতা ও সংবিধানের উপর হামলা করা হয়েছে বলে মনে করে নেতারা। শুধু দোষীদের শাস্তি নয়, জেলায়- জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের দাবি জানান, তারা।
দোষীদের শাস্তি না হওয়া পযর্ন্ত আন্দোলন চলবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রাদায়িকতা রুখতে শুধু হামলাকারী নয়, ইন্ধনদাতাদেরও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে গোপালগঞ্জবাসী।