আজ ৮ ডিসেম্বর নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজিডি দিবস
- আপডেট সময় : ০১:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আজ ৮ ডিসেম্বর নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজিডি দিবস। জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়।
দিনটি পালনে ট্র্যাজিডি দিবস উদ্যাপন পরিষদের আয়োজনে সকাল ৯ টা ১৫ মিনিটে উদীচী জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সেক্টর কমান্ডারস ফোরাম, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এছাড়াও সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারের সামনে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন করে। সকাল ১০ টা ৪০মিনিট থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট নীরবে দাড়িয়ে থেকে স্তব্ধ নেত্রকোনা কর্মসূচী পালন করা হয়েছে।


















