ময়মনসিংহে মহাসড়কের দু’পাশে ময়লা আবর্জনার ভাগাড় করে রাখায় জনজীবন দূর্বিষহ
- আপডেট সময় : ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ময়মনসিংহ অংশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড় করে রাখায় জনজীবন দূর্বিষহ হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে পথ চলতি মানুষ। স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবেশ অধিদফতরের সমন্বয়হীনতার ফলে মিলছে না কোনো প্রতিকার।
জনগুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের ময়মনসিংহ অংশের ৫৬ কিলোমিটার সড়কের দু’পাশে অসংখ্য ময়লার ভাগাড়ে ঘটছে মারাত্মক পরিবেশ দূষণ। আর এতে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। ভালুকা উপজেলার নাসির গ্লাস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়মনসিংহ শহরের বাইপাস পর্যন্ত অন্তত ২০টি ভাগাড় গড়ে উঠেছে।
প্রতিরাতে বিভিন্ন কল-কারখানা, বাসা-বাড়ি, হোটেল-রেষ্টুরেন্টের পাশাপাশি ভালুকা ও ত্রিশাল পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে এসব ভাগাড়ে। পৌর কর্তৃপক্ষ ময়লা পুড়িয়ে ফেলায় ধোঁয়া ও দূর্গন্ধ বিরুপ প্রভাব ফেলছে পরিবেশের উপর। পশুপাখি ও কীটপতঙ্গের মাধ্যমে নানা রোগ ছড়িয়ে পড়ছে লোকালয়ে।
ভাগাড় অপসারণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে, সওজ। সড়কের পাশে ময়লা ফেলা বন্ধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায়, পরিবেশ অধিদফতর। তবে, অব্যবস্থাপনার জন্য স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথের সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি।


















