আবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে এক ঘন্টা বন্ধ থাকার পর আবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
সকাল থেকে ফেরি ও ল্চ সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় নৌ কর্তৃপক্ষ। ফেরি চলাচল এক ঘন্টা বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যাননবাহন। বিআইডব্লিউটিসির আরিচা কর্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ভোর থেকেই পদ্মায় ঘনকুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে পূণরায় ফেরিসহ সকল নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।


















