৭১ এর এদিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে বিভিন্ন জেলা পাক সেনা মুক্ত হয়
- আপডেট সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আজ ৬ ডিসেম্বর। এদিনে দেশের বিভিন্ন জেলায় মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে পাক সেনাদের হটিয়ে মুক্ত হয়।
১৯৭১’র এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে পাক সেনাদের হটিয়ে মুক্ত হয় কুড়িগ্রাম। এদিন স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জিত না হলেও এ জেলায় সেদিন উদিত হয় স্বাধীন বাংলার পতাকা। বিজয়ের সেইদিনে বিজয় উল্লাসে মেতে উঠে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ।
ভৌগলিক দিক থেকে ঢাকা ও চট্টগ্রামের মাঝখানে হওয়ায় দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ফেনী। ফলে হানাদাররা ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন রাখে ৮ মাস। পরে মুক্তিযোদ্ধাদের হানাদার বাহিনীর ঘাঁটির উপর দফায় দফায় হামলা চালালে ৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের আগেই হানাদার বাহিনী ও দোসরা ঘাটি ছেড়ে পালিয়ে যায়।
আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মৌলভীবাজারের বড়লেখা,কুলাউড়া,রাজনগর,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এই পাঁচ উপজেলা মুক্ত দিবস আজ।
৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ ‘ এর এই দিনে মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দাঁড়াতে না পেরে হানাদার বাহিনীরা মেহেরপুর ছেড়ে পালিয়ে যায়।
সাতক্ষীরার ‘কলারোয়া মুক্ত’ দিবস আজ। ৭১’এর আগুনঝরা এই দিনে কলারোয়া এলাকা পাক হানাদার বাহিনী মুক্ত হয়। এইদানে কলারোয়ার ৩৪৩ জন বীরসন্তান অংশ নেন। এরমধ্যে শহিদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা।
৬ ডিসেম্বরের এই দিনে শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমনে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়।


















