ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
সকালে জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে বেসরকারি সংস্থা হারভেস্ট প্লাস এসব বীজ সরবরাহ করে। সংস্থার রংপুর আঞ্চলিক প্রতিনিধি কৃষিবীদ রুহুল আমিন জানান, এ বছর রবি মৌসুমে ২৫ হাজার কৃষকের মাধ্যমে এ জেলায় ৫ হাজার হেক্টর জমিতে জিংক ধান চাষ করে ২৫ হাজার মেট্রিক টন জিংকসমৃদ্ধ ধান উৎপাদন হবে বলে তারা আশা করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।



















