একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারো মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ
- আপডেট সময় : ০৮:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারো মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। যথারীতি এদিন রয়েছে দুটি ম্যাচ। তবে, শুধু শুক্রবারের জন্য ম্যাচ শুরুর সময় ২ ঘন্টা এগিয়ে এনেছে বিসিবি। মিরপুরে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ১২টায়। মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
বিকেল ৫টায় দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে চট্টগ্রাম। চার ম্যাচে শতভাগ জয় তাদের। দ্বিতীয় স্থানে আছে রাজশাহী। সমান ম্যাচে ২ জয় তাদের। সবশেষ ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও চট্টগ্রামের কাছে ১ রানে হেরেছে দলটি। এবার ঢাকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন রাজশাহী’র। অন্যদিকে, তিন ম্যাচ পর জয় পাওয়া ঢাকাও নামবে আত্মবিশ্বাসী হয়ে। এর আগে, দিনের প্রথম ম্যাচে জয়ের ধারায় ফেরার মিশন বরিশালের। আর জয়রথ অব্যাহত রাখতে মাঠে নামবে খুলনা। এদিকে, মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভেড়াতে আগ্রহী জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।



















