ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।
বিকেলে তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ড এলাকা পরিদর্শন করেন। বেনাপোল বন্দর দিয়ে বছরে ভারত থেকে অন্তত ৩০ হাজার কোটি টাকার পণ্য আমদানী হয়ে থাকে। হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছুলে সেখানে তাকে অভ্যর্থনা জানান কাস্টমস, বন্দর প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। এসময় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সফরসঙ্গী ছিলেন সহকারী হাইকমিশনার রাডনা রাজেস কুমার এবং খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার অমিত কুমার।




















