সাভারে দিনেদুপুরে দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাভারে দিনেদুপুরে মিলন নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মিলনের খালাতো ভাই জানান, গত কয়েকদিন যাবৎ বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরে বাশ দিয়ে বেড়া তৈরির কাজ করছিল পুকুরের মালিক ইমন ও মিলন। সেখানেই শীতকালীন সবজির চাষাবাদের জন্য জমি প্রস্তুতে কাজ করছিল তারা। বেলা সাড়ে ১১ টার দিকে মিলন বাসা থেকে বের হয়ে গেলে সেই পুকুরে পাড়ে মিলনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় অজ্ঞাত যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা পর মরদেহটি এখানে ফেলে যায়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।