হত্যা মামলায় খুলনায় তিনজনের ফাঁসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
খুলনায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও ঠাকুরগাঁওয়ে একজনের যাবজীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
খুলনার দাকোপ উপজেলায় কৃষি-খামারের শ্রমিক গোবিন্দ সানা হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাতে দাকোপ উপজেলার শ্রী অ্যাগ্রো লিমিটিডের শ্রমিক- গোবিন্দ সানা নিখোঁজ হন। ২২ নভেম্বর সকালে উপজেলার ঢাকি নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করেন।




















