নড়াইল জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নড়াইল জেলা কারাগারের মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস মারা গেছেন।
সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। পুলিশ ও জেলা কারাগার সূত্র জানায়, কালিয়া উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা ফরিদ বিশ্বাস গত ১৪ আগষ্ট ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। সদর থানার ওসি মো: ইলিয়াছ হোসেন বলেন, কয়েদ ফরিদ বিশ্বাসের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হবে।



















