দুই বছরেও জমি অধিগ্রহনের টাকা পায়নি স্থানীয়রা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দুই বছরেও জামালপুর-চেচুয়া সড়কে জমি অধিগ্রহনের টাকা পায়নি স্থানীয়রা। বিপাকে রয়েছে ক্ষতিগ্রস্থ জমি মালিকরা। দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
জামালপুর-চেচুয়া সড়ক প্রকল্পে শতবর্ষী নান্দিনা বাজার, অনন্তবাড়ি,খড়-খড়িয়া ও বাদেচন্দির জমি অধিগ্রহন করা হয়। দুই বছরেও ক্ষতিপূরণ না পেয়ে শংকায় রয়েছে জমি মালিকরা।
বর্তমানে জমির দাম শতাংশ প্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা। অধিগ্রহণের সময় দাম ধরেছে মাত্র দেড় থেকে দু’লাখ টাকা। এনিয়ে জেলা সড়ক বিভাগ ও ডিসির কাছে আবেদন করেও কোনো সমাধান হয়নি।
বর্তমান বাজার দরে অধিগ্রহনের টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য। প্রকৃত বাজার মূল্য দ্রুত পাওয়ার আশা করছে চার মৌজার জমি মালিকরা।


















