অবশেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে হারের বৃত্ত ভাঙ্গলো বেক্সিমকো ঢাকা
- আপডেট সময় : ০৯:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অবশেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে হারের বৃত্ত ভাঙ্গলো বেক্সিমকো ঢাকা। নিজেদের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে মুশফিকের দল। বরিশালের দেয়া ১০৯ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় ঢাকা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। শুরুটা ভালো হলেও দলীয় ২৭-এর পর ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তামিমের দল। জীবন পাওয়া তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ রানে সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার। আফিফ, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজরাও ব্যর্থ এদিন। তাতে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৮ রানের পুঁজি পায় বরিশাল। ৪ উইকেট নেন ম্যাচসেরা রবিউল ইসলাম রাব্বি। জবাব দিতে নেমে নড়বড়ে শুরু বেক্সিমকো ঢাকারও। দলীয় ৫৪-তে ৩ উইকেট হারায় দলটি। তবে, পরের সময়টাতে আর ঢাকার পা হড়কাতে দেননি মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। তাদের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।



















