সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর
- আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর কোনো তৃতীয়পক্ষের মধ্যস্থতা ছাড়াই আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধ হয় দীর্ঘদিনের জাতিগত হানাহানি।
পার্বত্য শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের জাতিগত সংঘাতময় পরিস্থিতি নিরসনে এ শান্তি চুক্তি করা হয়। এর ফলে অনগ্রসর ও অনুন্নত পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠিত হয় শান্তি ও উন্নয়নের ধারা। এসময়, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা।
সকালে সচিবালয়ে দিবসটি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, এ ঐতিহাসিক চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে ভুমি নিস্পত্তিসহ দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান হয়েছে। যার সুফল ভোগ করছে পরবর্তী প্রজন্মও।
মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলে আধিপত্য কায়েমের দীর্ঘদিনের বিদ্বেষ আর সংঘাতময় পরিস্থিতি বর্তমান আওয়ামী লীগ সরকারই রাজনৈতিকভাবে সমাধান করেছে।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সবার সক্রিয় ভূমিকা আহ্বান করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।



















