শেরপুরে ৭ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
 - / ১৫৫৬ বার পড়া হয়েছে
 
শেরপুর শহরের নওহাটা এলাকায় ৭ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে নুরুন্নাহার নামে এক নারীর বিরুদ্ধে।
সকালে মা নুরুন্নাহার ও শিশু তাসিনকে দেখতে না পেয়ে খোঁজাখঁজির এক পর্যায়ে পুকুরে তাসিনের মরদেহ দেখতে পায় স্বজনরা। ঘটনার পর থেকে মা নুরুন্নাহারকেও খুজে পাওয়া যাচ্ছে না। পরে খবর পেয়ে শিশু তাসিনের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানার পুলিশ।
এদিকে, চুয়াডাঙ্গায় পুত্রবধুর হাতে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বাগুন্দা গ্রামের গনজের আলীর স্ত্রী সাহার বানুর সাথে তার পুত্রবধু সীমা খাতুনের মঙ্গলবার রাতে ঝগড়া বিবাদ হয়। এর পর শাশুড়ি রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের ভাই আসাদুলের অভিযোগ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
																			
																		















