বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর উদযাপন
- আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক ও কেক কাটার মধ্যে দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনেই পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।
পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সিটিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও কেক কাটা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন করেন।
পরে, ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের অধীনেই পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।
তবে, এই চুক্তি নিয়ে পাহাড়ি এবং বাঙ্গালিদের মধ্যে আজও রয়ে গেছে অসন্তোষ।
দিনটি উপলক্ষে দু:স্থদের মাঝে ৯টি ঘর উপহার, মাস্ক বিতরণ ও আলোকসজ্জা করা হয়। এছাড়া, সেনাবাহিনীর উদ্যোগে গরীবদের মাঝে খাবার বিতরণ ও ফ্রি-মেডিকেল সেবা দেয়া হয়। করোনার কারণে আয়োজন সীমিত ছিল।
পাহাড়ে প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই হয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১০ ফ্রেরুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গেরিলা নেতা সন্তু লারমার অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।



















