বেনাপোলে তৃতীয় দিনের মতো আজও কর্মবিরতি পালন করছে রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বেনাপোলের পানগাঁও বন্দরে রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আজও কর্মবিরতি পালন করছে রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।
সকাল থেকে শুরু হওয়ায় এ কর্মবিরতি চলবে দুপুর ২টা পর্যন্ত। এর ফলে বন্দরে আমদানি-রপ্তানিসহ শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে। বেনাপোল খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান,পানগাও কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে লাঞ্ছিত করা প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের মতো বেনাপোল কাস্টমস হাউজে এ কর্মবিরতি পালন করছে কর্মকর্তারা। তিনি আরো বলেন, দাবি মানা না হলে সামনে আরো কর্মসূচি দেয়া হবে।