দু’বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা পুরোপুরি মুক্ত করার আশ্বাস তাপসের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আগামী দু’ বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা থেকে নগরবাসীকে পুরোপুরি মুক্ত করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সকালে রাজধানীর জুরাইনে শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো তদারকির দায়িত্ব ওয়াসা থেকে এখন সিটি করপোরেশনকে দেয়া হয়েছে। এরপর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। বর্ষার আগেই সব খাল দখলমুক্ত করবে সিটি করপোরেশন। এজন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী- দু’ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। সরকারের সিএস ম্যাপ ও জরীপ খতিয়ান দেখে খাল দখলমুক্ত করা হবে বলে উল্লেখ করেন মেয়র তাপস।



















