মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মাদারীপুর জেলাকে ১-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়নগঞ্জ জেলা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সোমবার বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান, জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যরা। এসময় শাজাহান খান বলেন, শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয় শেখ হাসিনা সরকারের আমলে সব ক্ষেত্রেই এগিয়ে চলছে নারীরা। জাতীয় পর্যায়ে নারী খেলোয়াড় তৈরী করতে স্কুল থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের। ১০ নভেম্বর শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি দল।




















