এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ-এর সমাপ্তিতে ২৯ বাংলাদেশী ট্রেড প্রফেশনালকে প্রশংসাপত্র প্রদান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা তৈরি এবং বাজার-প্রবেশ সহায়তা কর্মসূচি- “এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ’-এর প্রথম পর্বের সমাপ্তিতে ২৯ বাংলাদেশী ট্রেড প্রফেশনালকে প্রশংসাপত্র দেয়া হয়েছে।
ঢাকার একটি হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে- ইন্টারন্যাশন্যাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন, টিএফও কানাডা এবং বিজনেস প্রমোশন কাউন্সিল অব বাংলাদেশ। এ সময় এসএমই রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে জানানো হয়- বিজনেস প্রমোশন অর্গানাইজেশন- বিপিও এখন পণ্য ও সেবা রপ্তানিতে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত। সদস্য দেশগুলোর আন্তর্জাতিক বাজার অনুসন্ধানে সহায়তা করার ক্ষেত্রে নেতৃত্বে প্রদানের জন্য আশা প্রকাশ করেন আলোচকরা।