সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর ১৭ দিন বয়সী শিশু হত্যার জট খুলেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সকল জল্পনা কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর ১৭ দিন বয়সী শিশু হত্যার জট খুলেছে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, প্রথম থেকেই তারা সোহানা হত্যাকান্ডের বিষয়টি গুরুত্বের সাথে দেখেন। ঘটনাস্থল পরিদর্শণ, পরিবারের সাথে কথোপোকথন ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। ধারণা ছিল হত্যাকান্ডের সাথে পরিবারের কেউ জড়িত। শিশুটির বাবা সুজন খানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ এবং রিমান্ড আবেদন করার পর দু’জনকে মুখোমুখী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটির মা পুলিশের কাছে হত্যার বর্ণনা দেয়। এরপর নিজেই নিজের সন্তানকে হত্যা করেছে বলে স্বীকার করে।