বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি
- আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের অন্যতম ভূমিকা হবে শেখ হাসিনার স্বপ্ন মধ্যম আয়ের দেশ কেউ যেন নস্যাৎ করতে না পারে। আজ দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারগঞ্জ স্থানীয় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধূরী প্রমুখ বক্তব্য রাখেন।
























