শহীদ ফিরোজ-জাহাঙ্গীর স্মরণে আলোচনা সভা ও শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ফিরোজ- জাহাঙ্গীর স্মরণে আলোচনা সভা ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।
সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ সিপিবি’র সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত এর সভাপতিত্বে এবং এডভোকেট আব্দুলের মোতালেব লাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু।আলোচনা শেষে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।