চট্টগ্রামে দলনেতাসহ আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দলনেতাসহ আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
দুপুরে পিবিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পিবিআইয়ের পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি বলেন, ৫ থেকে ৬ বছর ধরে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলো। কোন বাড়িকে টার্গেট করলে সেই বাড়ির মালিকের অর্থনৈতিক সক্ষমতা যাচাই বাছাই করার পর অন্তত দু’বার রেকি করে ডাকাতি করা থেকে পালানো পর্যন্ত সব পথ চুড়ান্ত করেই পরিকল্পনা বাস্তবায়ন করা হতো। এছাড়া ডাকাতি করা মালামাল নিজেদের মধ্যে অকশনে বিক্রি করতো তারা। সাম্প্রতি ফটিকছড়ির একটি মামলা তদন্ত করতে গিয়ে আন্ত:জেলা ডাকাত দলের এই চক্রটির সন্ধ্যান পায় পিবিআই। শুক্রবার রাতভর চট্টগ্রাম ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।