মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
কর্মসুচীর অংশ হিসেবে সেনাবাহিনীর ১০৩ জন সদস্য বাইসাইকেলে করে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভ্রমন করবেন। সাইকেলিং এই টিমটি বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছলে তাদেরকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান। ভ্রমণকালে সারাদেশে চলমান বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন সেনাসদস্যরা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা ইতিহাসের পাশাপাশি মুজিববর্ষের গুরুত্ত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরীর কাজ করবেন। এই সাইকেলিং এক্সপেডিশনটি গেল ৮ নভেম্বর তেতুলিয়া থেকে শুরু হয়ে আগামী ৩ ডিসেম্বর টেকনাফে গিয়ে শেষ হবার কথা রয়েছে।