পিটিয়ে হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মাদারীপুরে ট্রাকচালক এনায়েত মল্লিককে পিটিয়ে হত্যার ঘটনায় মেডিকেল রিপোর্টে সড়ক দুর্ঘটনা বলে রিপোর্ট দেয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সকালে মাদারীপুর প্রেসক্লাবে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ট্রাক চালকের স্ত্রী ও তার দুই সন্তান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়করি সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল বলেন, গত ১৩ আগষ্ট সন্ধ্যায় শেখ হাসিনা মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ব্যাটারীচালিত একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ট্রাক চালককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে এটি সড়ক দুর্ঘটনা উল্লেখ করে গুজব ছড়ায় একটি চক্র।