ফুটবল জাদুকরের চিরবিদায়

- আপডেট সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ভক্ত হৃদয়কে অকুলে ভাসিয়ে দুনিয়া ছাড়লেন, ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বুধবার ৬০ বছর বয়সে মারা যান ৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই অধিনায়ক। ফুটবল জাদুকরের চিরবিদায়ে, বিশ্বজুড়ে নেমেছে শোকের ছায়া। আর্জেন্টিনায় চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষন্ন এক খবরে স্তব্ধ পুরো পৃথিবী। জীবিত এই প্লেয়ারকে নিয়ে হবেনা আর কোন আলোচনা, হবেনা কোন সমালোচনাও। দিয়াগো ম্যারাডোনা।। যখন যেখানে যাই বলতেন বা করতেন হতেন খবরের শিরোনাম। এবার শিরোনামটা……. বিদায়ের। ফুটবলের ঈশ্বর ফিরে গেলেন প্রকৃত ঈশ্বরের কাছে। বিদায় আরমান্দো, বিদায় ম্যারাডোনা।
বুধবার বুয়েন্স আইরেসের থেকে আসে পৃথিবী নাড়িয়ে দেয়া এই খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে পরকালে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
এর আগে, মস্তিস্কজনিত জটিলতায় কোটি ভক্তের মনে ভয় ধরালেও সফল অস্ত্রোপচার শেষে ফিরেছিলেন নিজ বাড়িতে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। পুনর্বাসনের সময়টাই বেছে নিলেন চির বিদায়ের জন্য।
কিংবদন্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই, আর্জেন্টিনার রাস্তায় নামে জনতার ঢল। যা আটকাতে হিমশিম খেয়েছে পুলিশ প্রসাশন। বিশ্বকাপজয়ী মহানায়কের প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নিজ দেশ আর্জেন্টিনা। বাতিল করা হয়েছে কোপা লিবার্তাদোরেসে বোকা জুনিয়র্স ও পোর্তো আলেগ্রিক মধ্যকার ম্যাচ।
শুধুই কি বুয়েন্স আইরেস কিংবা আর্জেন্টিনা। প্রিয় ফুটবলারের বিদায়ে শোকের মাতম চলছে পুরো বিশ্বজুড়ে। শোকের মিছিলে যোগ দিয়েছে বাংলাদেশও।
শোকের মিছিলে যোগ দিয়েছে ম্যারাডোনার প্রিয় ক্লাব নাপোলিও। ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারের প্রস্থানে শোকে কাতর নেপলসের মানুষ। আর ক্লাব কিংবদন্তীর স্বরণে সান পাওলো স্টেডিয়াম রাতভর আলোকজ্জল রেখেছে ইতালিয়ান নাপোলি।
আপস…