নাটোরে নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জনপ্রতিনিধিদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণী-পেশায় নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাটোরে আয়োজিত এক গোলটেবিলের বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহম্মেদ ও নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। সকালে শহরের স্থানীয় একটি হোটেলে অপরাজিতা প্রকল্পের অধীনে রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ ও করণীয়ে শীর্ষক গোলটেবিলে এ কথা বলেন তারা। বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খান ফাউন্ডেশানের নির্বাহী অ্যাডভোকেট রোখসানা খন্দকার ও দাতা সংস্থা হেলভেটাস বাংলাদেশের সমন্বয়ক ফৈজিয়া খন্দকার।