ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়রের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল পৌরসভার মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ১৮ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। মেয়রের পরিবার সূত্রে জানা গেছে, মেয়রের শরীরে ডেঙ্গুজ্বর ধরা পড়লে মঙ্গলবার রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার রক্তের প্ল্যাটিলেট ৪৪ হাজারে নেমে এলে তাকে উচ্চতর চিকিৎসাগ্রহণের জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন।