বাইডেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিংকেনের ওপর ভরসা রাখছেন

- আপডেট সময় : ০৯:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঝানু কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেনের ওপর ভরসা রাখছেন।
ব্লিংকেন দীর্ঘদিন মার্কিন প্রশাসনে কাজ করেছেন। তিনি বিল ক্লিনটন ও বারাক ওবামার প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বারাক ওবামার কেবিনেটে মার্কিন পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ কর্তাব্যক্তি ছিলেন তিনি। ব্লিংকেন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ছিলেন। এছাড়া ৫৮ বছর বয়সী ব্লিংকেন একই প্রশাসনে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। কূটনীতিতে তার দক্ষতা প্রশ্নাতীত। ওবামার সেই প্রশাসনে জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। বাইডেনের দীর্ঘদিনের আস্থাভাজন ব্যক্তি অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন হার্ভার্ড গ্র্যাজুয়েট। তিনি কলম্বিয়া ল’ স্কুল থেকেও স্নাতক। অ্যান্টনি ব্লিংকেন কিছুদিন আইনচর্চা করেন। তিনি ১৯৮০-র দশকের শেষভাগে ডেমোক্র্যাট রাজনীতিতে যোগ দেন। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে দীর্ঘসময় বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক দেখভাল করেন তিনি।