কুড়িগ্রামে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসার অধ্যক্ষ ও কমিটির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জায়েদুর রহমান। অধ্যক্ষ অভিযোগ করে বলেন, স্বার্থ হাসিলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়ম বর্হিভূতভাবে কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের তথ্য প্রচার করে আসছে একটি মহল। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক খন্দকার বাচ্চু, ইংরেজি প্রভাষক মহিবুল ইসলামসহ অন্যরা।