ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা ঠিক নয় : হাফেজ মাওলানা জিয়াউল হাসান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা ঠিক নয় বলে জানিয়েছেন সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান। তিনি বলেন, এটাকে শিরক বা বিজাতীয় সংস্কৃতি বলে আখ্যা দেয়া এক ধরনের স্বেচ্ছাচারিতা। মূর্তি বা ভাস্কর্য মানেই শিরকের উপকরণ নয়। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান মাওলানা জিয়াউল হাসান।
তিনি বলেন, বাঙালি সংস্কৃতি- বিজাতীয় সংস্কৃতি নয়। এটি বাঙালির নিজস্ব সংস্কৃতি। এ সংস্কৃতিতে যেসব জিনিস শিরক বা আল্লাহর সঙ্গে অংশীবাদিতার মিশ্রণ ছাড়াই পালিত হয়ে আসছে, সেটিকে হঠাৎ করে শিরক সংস্কৃতি বলা নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়। যেসব ভাস্কর্য সৌন্দর্য্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনও ঘটনার স্মৃতিফলক হিসেবে স্থাপিত হয়, তা ইসলামি শিক্ষানুযায়ী নিষিদ্ধ নয় বলেও জানান হাফেজ মাওলানা জিয়াউল হাসান।