একজন ব্যক্তি দলের একাধিক কমিটিতে থাকতে পারবে না : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
একজন ব্যক্তি কোনভাবেই দলের একাধিক কমিটিতে থাকতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় দলের মধ্যে বিতর্কিত লোকের অনুপ্রবেশ যে কোন মূল্যে বন্ধ করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া আগামী দু-একদিনের মধ্যেই দলের উপ-কমিটি দেয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সম্পাদকমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।