গোপালপুরে ২১টি মাছের ঘের কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নড়াইলের গোপালপুরে ২১টি মাছের ঘের কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। এছাড়া বন্ধ স্কুল চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিলের পানি নিষ্কাশনের কথা বলে হঠাৎ করে পাড় কেটে দেয়ায় নড়াইলের গোপালপুরের ২১টি মাছের ঘের থেকে মাছ ভেসে যায়। একই সঙ্গে অনেকের বাড়ি যাওয়ার রাস্তাও কেটে দেয়ায় ভোগান্তিতে পড়েছে উক্ত এলাকার পরিবারের সদস্যরা। এই কাজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্তরা।
২০১৬ সালে সাবেক ধর্মমন্ত্রীর ছেলের নামে প্রতিষ্ঠিত একটি অবৈধ বিদ্যালয় ৯ নভেম্বর আদালতের রায়ে গুঁড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। বিদ্যালয়ের ২৬০ জন শিক্ষার্থী ও ২২ জন শিক্ষক-কর্মচারীর কথা বিবেচনায় নিয়ে স্কুলটি চালুর দাবি জানান স্থানীয়রা।