মাস্ক পরা বাধ্যতামুলক করতে শুরু হয়েছে নানা কর্মসূচি

- আপডেট সময় : ০৫:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে দেশজুড়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। মাস্ক পরা ব্যক্তিকে ফুল এবং মাস্কবিহীন ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে মানিকগঞ্জে। এদিকে, মাস্ক না পরায় শেরপুরে ভ্রাম্যমাণ আদালত ৩৯ জনকে জরিমানা করেছে।
সকালে সাপ্তাহিক হাটে অভিযানে নামেন সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম। হাটে যারা মাস্ক পরে এসেছিলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে তাদের প্রত্যেককে নতুন একটি মাস্কও উপহার দেয়া হয়। অন্যদিকে, মাস্ক ছাড়া যারা চলাফেরা করছেন তাদের ২শ’ টাকা হারে জরিমানা করা হয়।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। শহরের নিউমার্কেট, সজবরখিলা, খোয়ারপাড় ও নতুন বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বের অভিযানে ৩৯ জনকে ৯ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।