সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ‘টেস্ট রান সফলের পর গেলো সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
রেশনিং পদ্বতিতে লোড ভাগ করে বিভিন্ন ফিডারে দেয়া হবে। এ পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় কুমারগাঁও গ্রিড সাব স্টেশনের বাস বারের মেরামত সম্পন্ন হয়েছে। ৫টার আগে ‘টেস্ট রান’ করা হয় এবং এতে ত্রুটি ধরা না পড়ায় সন্ধ্যা ৬টার পর থেকে ডিভিশন ১ ও ২-এ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আগে বেলা ২টার দিকে গাজীপুর থেকে পাওয়ার ট্রান্সফরমার সিলেটে পৌঁছায়। নতুন পাওয়ার ট্রান্সফরমার বসানোর পর পুরো সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। অপরদিকে, দুটি পাওয়ার ট্রান্সফরমার-এর জায়গায় একটি দিয়ে আপাতত বিদ্যুৎ চালু করার চেষ্টা করছে পিডিবি।