নওগাঁ সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলার হাড়িয়াগাছী গ্রামে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয় তোফাজ্জল। এসময় পাশের বাড়ির দিলদারসহ বেশ কয়েকজন তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। রাত ১০টার দিকে জানতে পেরে তোফাজ্জলকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মধ্যরাতে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ জানায়নি। তবে দিলদারের স্ত্রীর সঙ্গে অনেক আগের অনৈতিক সম্পর্কের সন্দেহ থেকে এ ঘটনা ঘটতে পারে। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ সুপার। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।