১৭ দিনের নবজাতকের হত্যা মামলায় বাবাসহ তিনজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৭ দিনের নবজাতকের হত্যা মামলায় বাবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনদিন আগে শিশু সোহানা ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে চুরি হয়ে যায়। নবজাতকের বাবা সুজন খান গতকাল জানান, নবজাতকের দাদা পুকুরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে । সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মোহাম্মদ আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামা আসামী করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেছিলেন।