শীতের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের পদধ্বনি, বাড়ছে আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শীতের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের পদধ্বনি পাওয়া যাচ্ছে। এরইমধ্যে চট্টগ্রামে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের হিসেবে ক’দিন আগে যেখানে ১শ’টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ থেকে ৭ জন, এখন সে সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ। শীতকালীন ফ্লু’র সময়ে করোনাভীতি কমে যাওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞতা কাজে লাগালে চিকিৎসা ব্যবস্থায় আগের মতো বিশৃঙ্খলতা তৈরি হবে না ।
শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব বাড়বে। চিকিৎসকদের এমন আশংকায় এখন সত্যি হতে চলেছে। কারণ গেল ১০ দিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গেল তেশোরা এপ্রিল। মে’র প্রথমেই শুরু হয় সংক্রমনের প্রকোপ; চলে আগষ্ট মাসের শেষঅব্দী। এসময় একশোটি নমুনা পরিক্ষায় ৪০ থেকে ৪৫ টিই পজেটিভ হিসেবে শনাক্ত হতে থাকে। এরপর ধীরে ধীরে কমে আসে করোনার ভয়াবহতা। টানা তিন মাস শনাক্তের সংখ্যা ৭ শতাংশের নিচে থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে।
চিকিৎসক নেতারা বলছেন, শীত মৌসুমে বিশৃঙ্খল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের বেপোরোয়া চালচলনে করোনার প্রাদুর্ভাব বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে এরথেকে উত্তোরণ কঠিন হবে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ততা আর পূর্ব অভিজ্ঞতার কারণে সংক্রমন বাড়লেও আগের মতো বিশৃঙ্খলতা হবার আশংকা নেই এবার।
বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্য ২৩ হাজার ছাড়িয়েছে। তবে আশার কথা হলো, সাধারণ মানুষকে শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে না পারলেও মাস্ক পড়তে বাধ্য করতে কয়েকদিন ধরে নিয়মিত প্রচারাভিযানের পাশাপাশি কঠোর হতে শুরু করেছে প্রশাসন।



















