আইনমন্ত্রীর বাড়ী ঘেরাও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মৌখিক পরীক্ষায় বার কাউন্সিলের সনদ প্রদানের দাবিতে আইনমন্ত্রীর বাড়ী ঘেরাও করেছে শিক্ষানবীশ আইনজীবীরা।
দুপুরে আইনমন্ত্রীর বনানীর বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, তিন বছর ধরে বার কাউন্সিল কোন ধরনের পরীক্ষার না নেয়ায় আইনজীবী হতে পারছেন না তারা। পরে তাদের দাবির বিষয়টি সংসদে উত্থাপিত হবে জানিয়ে সমস্যা সমাধানে দু’দিনের সময় চান আইনমন্ত্রী আনিসুল হক। তবে বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষানবিশ আইনজীবীরা।


















